স্থানীয় সংবাদ

মণিরামপুর টেকা নদী থেকে মাটি বিক্রির দায়ে ২জনের কারাদ-

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায় টেকা নদীর জায়গা হতে মাটি উত্তোলণ করে বিক্রির অপরাধে দুইজনকে ০৭ (সাত) দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১.২০ ঘটিকার সময় উক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। আদালত সুত্র জানায়,সরেজমিনে কমলেশ সরকার (২৬), পিতাঃ কালিদাস সরকার, সাং-পাঁচাকড়ি এর নেতৃত্বে মোঃ আবু আব্দুল্লাহ (২০), পিতাঃ মোঃ মশিয়ার রহমান, সাং- রামনগর এর দ্বারা টেকা নদীর সীমানার যায়গা হতে এস্কেভেটর এর সাহায্যে মাটি কেটে ছোট ছোট লরীতে করে নেহালপুরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতে দেখা যায়। বিষয়টি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১৭ এর লঙ্ঘন বিধায় আসামীদেরকে ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড আরোপ করা হয়। আসামীগণ অর্থদন্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদেরকে আদেশ মোতাবেক ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। মোবাইল কোর্টে নেহালপুর পুলিশ ফাড়ির সদস্যগণ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button