জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি : বুধবার পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা আইনজীবী সমিতি, খুলনার বঙ্গবন্ধু ভবনের সকল হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা । উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনার মাহমুদা খাতুন, মহানগর দায়রা জজ, খুলনার মো: শরীফ হোসেন হায়দার, সি,জি,এম সুনন্দ বাকচি, সি,এম,এম মমিনুন নেছা এবং সকল বিজ্ঞ বিচারক মন্ডলী সহ খুলনা মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এম,ডি এ বাবুল রানা, জামালউদ্দিন বাচ্চু ও শহিদুল হক মিন্টু সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা এ্যাড: সবুর আলী মোল্যা, এ্যা: বজলার রহমান, এ্যাড: স,ম বাবর আলী ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড: কাজী বাদশা মিয়া, এ্যাড: মিনা মিজানুর রহমান, এ্যাড: কে,এম ইকবাল হোসেন, এ্যাড: বিজন কৃষ্ণ মন্ডল, সহ এ্যাড: পিযুষ কান্তি দত্ত, এ্যাড: মোহাম্মদ আলী, এ্যাড:আবুল হাসেম, এ্যাড: এ্যাড: নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড: এম এম সাজ্জাদ আলী, এ্যাড: আরিফ মাহমুদ লিটন, এ্যাড:আব্দুল লতিফ, এ্যাড:আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড: শিকদার হাবিব, এ্যাড:নবকুমার চক্রবর্তী, এ্যাড:শামীম মোশারফ, এ্যাড: মোল্লা আবেদ হোসেন, এ্যাড:হিমাংশু চক্রবর্তী, এ্যাড:সেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড রেহেনা চৌধুরী, এ্যাড: রোজী, এ্যাড:আক্তারুন্নেছা তিতাস, এ্যাড:মোসা: শাম্মি আক্তার, এ্যাড:নওশীন রহমান বর্ষা, এ্যাড রোমেনা তানহা, এ্যাড:শিউলি সেরনিয়াবাদ, এ্যাড রেবা সুলতানা, এ্যাড রোজানা পারভীন, এ্যাড সেলিনা খানম, এ্যাড:আসিফ নাঈম, এ্যাড:জিহাদুল ইসলাম, এ্যাড:মেহেদী হাসান, এ্যাড:করিম, এ্যাড:মল্লিক আল হেলাল, এ্যাড: তুষার, এ্যাড:আ: হামিদ এ্যাড:আব্দুল জলিল, এ্যাড:মতিয়ার রহমান, এ্যাড খোরশেদ আলম, এ্যাড:আব্দুল কুদ্দুস, এ্যাড:রথীন্দ্র নাথ সরদার, এ্যাড:অশোক গোলদার, এ্যাড শেখর ঢালী, এ্যাড:শিলা মনি, এ্যাড সেলিনা আক্তার , এ্যাড:লিপি চৌধুরী, এ্যাড:ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড:ফারহানা সুমী, এ্যাড:শিপ্রা বিশ্বাস, এ্যাড:আরজিনা সাথী, এ্যাড:কনিকা বিশ্বাস, এ্যাড:ইলিয়াস খান, এ্যাড:আহাদুজ্জামান, এ্যাড:দীপ্তি রানী কুন্ডু সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড: শিরিন আক্তার পপি, এ্যাড: তমাল কান্তি ঘোষ, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: সরদার আশরাফুর রহমান দিপু, এ্যাড: এস,এম আব্দুস সাত্তার, এ্যাড: প্রজেশ রায়, এ্যাড: মো: মনিনুর ইসলাম মনির,্ এ্যাড: সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।