যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

যশোর ব্যুরো ঃ ৩ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা এবং চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদকে পুলিশ কনেস্টবল রবিউল ইসলাম ও হাফিজুর রহমান কর্তৃৃক লাঞ্চিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।