স্থানীয় সংবাদ

মৃত ট্রাক শ্রমিকদের পরিবারের মাঝে সিটি মেয়রের আর্থিক অনুদানের নগদ অর্থ বিতরণ

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার বিকেলে নগরীর ট্রাক টার্মিণাল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত ট্রাক শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের নগদ অর্থ বিতরণ করেন। বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র সর্বমোট ২১টি পরিবারের মাঝে ২১ লক্ষ টাকা বিতরণ করেন। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষসহ শ্রমিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, র্আলহাজ্ব মো: বাবলু খলিফা, আবুল হোসেন কার্ফু, জাহাঙ্গীর হাওলাদার, মো: ইউসুফ মিয়া, মো: দুলাল শেখ, সাইফুল আলম রানা, কাজী হুমায়ুন কবির, শাহিন মজুমদার, মোতালেব মাতুব্বর ও মো: আনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button