স্থানীয় সংবাদ

তিব্র তাপদাহে পুড়ছে নগরবাসী : বছরে সর্বেচ্চ তাপমাত্রা রেকর্ড

গতকাল ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্র আরও বাড়তে পারে

শেখ ফেরদৌস রহমান ঃ তিব্র তাপদাহে হাসফাস অবস্থায় সাধারণ জীবন। গতকাল বুধবার এবছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে খুলনায়। এছাড়া তিন বিভাগ সহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ যা আরও বিস্তার লাভ করতে পারে। এছাড়া থাকতে পারে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। এরপর ও পবিত্র মাহে রমজানে সকল মুসলিমরা রোজা থেকে ছুঠছেন নগরীরর বিভিন্ন বিপনন কেন্দ্রে। এমতাবস্থায় বিশেষ করে নগরীর ডাকবাংলা এলাকায় যেন মানুষের ঢল ছিল চোখে পড়ার মত। ছোটবড় শিশু থেকে প্রায় সবধরণের বয়সি মানুষের আনাগোনা দেখা গেছে। এমনকি অনেককে প্রচন্ড গরমে শপিং মল থেকে বের হয়ে অসুস্থ্য হয়ে পড়তে দেখা গেছে। এমন ভুক্তভোগী মোঃ বাদশা আলম বলেন, ভেবেছিলাম দুপুর দুইটার পর মার্কেটে মানুষের ঢল আরও কম থাকবে। যে কারণে এসেছিলাম পবিত্র ঈদ-উল ফিতরের জন্য বাচ্চা ও তার মায়ের কিছু পোশাক ক্রয় করতে। তবে আমার মত অনেকে একই ধারণা করে ঠিক দুপুরে মার্কেটে এসছে। যে কারণে মার্কেটে ছিল গতকাল উপচে পড়া ভিড়। আমি রোজা ছিলাম ঘোরাঘুরি আর গরমে মারাত্মক অসুস্থ্য হয়ে ঘুরে পড়ে গেছি। এখন স্বাভাবিক আছি। এছাড়া কথা হয় নগরীরর বড়বাজার এলাকার ব্যবসায়ি কামাল গাজীর সাথে তিনি বলেন, ঈদকে সামনে রেখে বিশেষ করে পবিত্র ঈদ-উল ফিতরে বেশ বিক্রি হয়। তবে হঠাৎ গেল কয়েকদিন যাবৎ তাপমাত্র বাড়ছে। বিশেষ করে গতকাল ছিল এবছরের সব থেকে বেশি গরম। এতে করে রোজা রেখে ক্রেতাদের সাথে বেশি কথা বলতেও সমস্যা তৈরি হচ্ছে। অনেকের সাথে বাকবিতন্ডতা সৃষ্টি হচ্ছে। আমার পাশের ও অনেকে দোকানির সাথে ক্রেতার কথাকাটাকাটি হচ্ছে। মুলতঃ এই তিব্র তাপমাত্রা মাত্রা যেন আরও বেশি বাড়ছে। এ বিষয়ে খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, গতকাল বুধবার ৩ এপ্রিল খুলনায় এবছরের সব থেকে বেশি তাপমাত্রা ছিল যা ৩৬.৫ ডিগ্রি আর সর্ব নি¤œ ছিল ২৩ দশমিক। তবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত আরও বাড়তে পারে তাপমাত্রা। এর মধ্যে আকাশ মেঘলা ও বৃষ্টিতে কিছুটা তাপমাত্রা কমবে। মোট কথা মেঘ কাটবে তাপমাত্র বাড়বে। যা আগামী মে- থেকে জুন পর্যন্ত একই ভাবে চলতে থাকবে তাপমাত্রা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button