নড়াইলে ধানক্ষেতে বিমানের জরুরী অবতরণ

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের বিলের মধ্যে ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ করেছে। বুধবার বিকাল পৌনে তিনটার দিকে যান্ত্রিক ত্রুটির কারনে বিমাণটি অবরতণ করে। তবে বিমানে থাকা দুজন স্কাটন লেডার নাদিম ও মাহফুজ সুস্থ্য আছেন। খবর শুনে নড়াইল থেকে নড়াইল ফায়ার সার্ভিস এর সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিমানটি বিলের একটি ধানের ক্ষেত্রে নেমে পড়ে। তাৎক্ষণিকভাবে বিলের অবস্থানরত কৃষক ও এলাকাবাসী বিমানের কাছে ছুটে যান। বিমানটি অবতরণের পর ভীতর থেকে দুজন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ্য আছে। নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা জানান, ‘যান্ত্রিক ত্রুটির কারনে বিমানটি অবতরণের খবর পাই বিকাল তিনটার দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রশিক্ষণ বিমানে থাকা দুজন স্কাটন লেডার নাদিম ও মাহফুজ সুস্থ্য আছে। খবর শুনে যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকাপ্টার ঘটনাস্থলে পৌঁেছছে। এদিকে প্রশিক্ষণ বিমান অবতরণের খবর শুনে শত শত উৎসুক নারী পুরুষ বিলের মধ্যে বিমান দেখার জন্য ভীড় করেন।