স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজা ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর খালিশপুর ভাটিয়াপাড়ার বাসিন্দা মোজাহের মৃধার ছেলে বাদশা মিয়া(৩৫), ভাটিয়াপাড়ার মৃত: শাহজাহান হাওলাদারের মোঃ আঃ রহিম(২৪), পবালা খানপাড়ার মৃত: সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম(৪০), কৃষ্ণনগরের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন ওরফে আরিফ বিল্লাহ(৩৪)। এদের মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪৫০ গ্রাম গাঁজা এবং ৪২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।