স্থানীয় সংবাদ

দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন ও ইফতার

খবর বিজ্ঞপ্তি ঃ পদ্মার এপারের বৃহত্তর খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলা সমন্বয়ে গঠিত উন্নয়ন ও কল্যাণমূলক একটি অরাজনৈতিক সংগঠন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল গতকাল ০৪ এপ্রিল বৃহস্পতিবার খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডস্থ ক্যান্টন চাইনিজ রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মুহা. সাহেব আলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রধান আলোচক ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মাহবুব আলম সোহাগ। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাংগঠনিক অধিবেশনে স্বাগত বক্তৃতা করেন আলহাজ্ব শেখ মুহা. সাহেব আলি এবং সাংগঠনিক বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক। তিনি ১৯৯৬ সনে পরিষদ গঠনের পটভূমি এবং কার্যক্রম ও বিগত টার্মের কর্মকা-ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। মহাসচিব হিসেবে আর দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে সংগঠনকে গতিশীল করার স্বার্থে ২০২৪ – ২৬ টার্মের নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন। উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে আলহাজ্ব শেখ মুহা. সাহেব আলি এবং মহাসচিব হিসাবে আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার নির্বাচিত হন। একই সাথে পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী….. কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং খুলনা সদর ( খুলনা-২) আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত হন। পরিষদের বিদায়ী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক সংগঠনের ” প্রধান সমন্বয়কারী ” নির্বাচিত হন। পবিত্র রমজানের পরে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনে পবিত্র রমজানের ” সামাজিক গুরুত্ব ” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন করেন…. বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ বাদশা মিয়া, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, আলহাজ্ব সরদার আবু তাহের, সাহিত্যিক সৈয়দ আলী হাকিম, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, এম এ সালাম, আলহাজ্ব হুমায়ুন কবির বালী, আলহাজ্ব তরফদার তৈয়েবুর রহমান, আলহাজ্ব রেজাউল শেখ, হুমায়ুন কবীর খান, অধ্যাপক হাকিম মতিয়ারা,আব্দুস সালাম মোল্লা, মো: হুমায়ুন কবীর, আলহাজ্ব লিয়াকত আলী, ডা: মোঃ শরিফুল আলম, তারক নাথ চক্রবর্তী, মজিবুর রহমান বাবুল, কাজী মিজানুর রহমান, জুয়েল হাওলাদার, রাশিদা হক মুক্তা, সাকিব আফতাব সুজন, এস এম রাসেল আমিন, তালুকদার হারুন অর রশিদ, রেদওয়ানুল হাসান, শেখ মুরাদ, আবুল কালাম, তামজিদ আফনান, জসিম উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ। সভায় ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। সভা থেকে পরিষদের প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button