খানাবাড়ী শাহী জামে মসজিদের ইফতার মাহফিল
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানাবাড়ী শাহী জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্রো এর স্থায়ী ভবন নির্মাণে মসজিদের সীমানা ও পরিমান নির্ধারণে গঠিত কমিটির দ্বিতীয় দফার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ এপ্রিল শুক্রবার আছরবাদ মসজিদ প্রাঙ্গনে মসজিদের কার্যনির্বাহী কমিটি, মসজিদের জমির পরিমান ও সীমানা নিধারণে গঠিত কমিটি, জমিদাতা সদস্য এবং পার্শবর্তি জমির মালিক প্রতিনিধিদের সাথে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খানাবাড়ী শাহী জামে মসজিদের সীমানা ও পরিমান নির্ধারনে গঠিত কমিটির আহবায়ক মো. এমলাক ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মামুন শেখের সঞ্চালনায় আলোচনা করেন খানাবাড়ী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি সেখ জেহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ মো. শফিউদ্দিন শফি, মো. রফিকুল ইসলাম, মো. মহিউ্িদ্দন, সৈয়দ হারুন অর রশীদ, মাষ্টার রবিউল ইসলাম, মো জয়নাল আবেদীন, মো. রেজাউল ইসলাম, মো. সেলিম কাজী, মো. মিজানুর রহমান, মো. আনিচ শেখ। আলোচনা সভায় মসজিদের জমির পরিমান নির্ধারনে দাদা সদস্যসহ পার্শবর্তি জমি গ্রহীতাগণ তাদের জমির স্বপক্ষে দলিল উপস্থাপন করেন। একজন জমি গ্রহীতা অনুপস্থিত থাকায় চুড়ান্ত সিন্তান্তে পৌছাতে না পারায় আগামী ১৩ এপ্রিল শনিবার এশাবাদ পুনরায় তৃতীয় দফার মিটিং অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় মসজিদ ম্যানিজিং কমিটির সদস্য, মসজিদের দাদা সদস্য, পার্শবর্তি জমি মালিকগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।