স্থানীয় সংবাদ

পথের বাজার ওহাব জুট ট্রেডিংএ শ্রমিক উত্তেজনা

শ্রমিকদের এরিয়ার বিল আতœসাত, ঈদের পুর্বে পাওনা টাকা ফেরত না পেলে রাজপথ অবরোধের হুমকি

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার পথের বাজার ওহাব জুট ট্রেডিং এ চরম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে । এখানখার সাধারন শ্রমিকরা কোম্পানীর সর্দার কন্ট্রাকটার জাহিদ এর বিরুদ্ধে বকেয়া এরিয়ার বিল এর টাকা আতœৎসাত এর অভিযোগ এনেছেন। গতকাল শুক্রবার মিলের প্রধান গেটের সামনে শ্রমিকরা তাদের এরিয়ার টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা বলেন জাহিদ সর্দার আমাদের এরিয়ার টাকা তুলে নিলেও সে টাকা আমাদেরকে না দিয়ে টাকা সমুদয় টাকা সে নিজের পকেটে ভরেছে। এর আমরা আমাদের টাকা চাওয়ার সাথে উল্টো আমাদেরকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদেরকে দিয়ে ভয়ভীতি ও হয়রানী করছে। ইতিপুর্বে এ বিষয়ে ১১৫৫ ইউনিয়নে লিখিত অভিযোগ দিয়েও আমরা কোন প্রতিকার পায়নি, সামনে পবিত্র ঈদ উল ফিতর যদি ঈদের পুর্বে আমাদের টাকা ফেরত না পাই তাহলে রাজপথে অবস্থান করে আতœহুতি দেওয়ার আল্টিমেটাম দেয় শ্রমিকরা । এ বিষয়ে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন সে যে স্থরের যত বড় নেতা হোক না কেন, শ্রমিকের ঘাম ঝরোনা টাকা আতœৎসাত করার কোন সুযোগ নেয় । তিনি বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে সকালে ওহাব জুট ট্রেডিং এর সর্দার জাহিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও শ্রমিকদের পাওনা টাকা ফেরতের দাবিতে মিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসুচিতে বক্তৃতা করেন মোঃ ইউনুস আলী, মুকুল, পল্টু, রনি, তালিম, ফারাজি, আমিরুল বিশ^াস, আকবার সরদার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button