স্থানীয় সংবাদ

ছিন্নমূল মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ : সিটি মেয়র

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ঈদ-উল ফিতর প্রাক্কালে ছিন্নমূল মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ। তিনি সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকেন। করোনা মহামারীকালেও তিনি কর্মহীন মানুষের মধ্যে ব্যাপক খাদ্য সহায়তা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় প্রধামন্ত্রী ঈদ উপহার হিসেবে দরিদ্র পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ ঈদবস্ত্র তুলে দিচ্ছেন। সিটি মেয়র শুক্রবার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে নগরীর ৫ ও ২১ নং ওয়ার্ডে তিনি এ ঈদবস্ত্র বিতরণ করেন। তিনি প্রত্যেক ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের ৭’শ জনের মাঝে শড়ি ও প্রায় ২’শ জনের মাঝে লুঙ্গি বিতরণ করেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, কেসিসি’র কাউন্সিলর মোহাম্মাদ আলী, মো: ইমরুল হাসান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগমসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বেলা ১১টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর রায়েরমহলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করেন। আলহাজ¦ সৈয়দ ইমাম হাসান বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডার্স লি: এর সৌজন্যে এ ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি কমিশনার মো: মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম, কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর রোজি ইসলাম নদীসহ কেএমপি’র কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button