স্থানীয় সংবাদ

দৌলতপুরে শহীদ শেখ ইকবাল সরোয়ার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রধান অতিথি : খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ মুহসীন স্কুল মাঠে শনিবার (৬ এপ্রিল) বিকালে উৎসবমুখর পরিবেশে শহীদ শেখ ইকবাল সরোয়ার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি রানা পারভেজ সোহেলের সভাপতিত্বে ও চন্দন’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক ও সাবেক জিএস শহিদুল ইসলাম বন্দ, ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জোয়াদ্দার, দৌলতপুর থানা আ’লীগ নেতা এমএ সেলিম, ব্যবসায়ী ইকরামুল হক খোকন, দৌলতপুর থানা মহিলা আ’লীগের সাঃ সম্পাদিকা ফারহানা পারভেজ নিপু, দৌলতপুর বাজার বনিক সমিতির সভাপতি শেখ কামাল হোসেন, মহিলা আ’লীগ নেত্রী তাজিয়া সুলতানা, তরুন সমাজ সেবক জাবেদ খান। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন শেখ বদিউজ্জামান পিটুল, শেখ খালেদ মাহমুদ চঞ্চল, শাহ্নেওয়াজ মনি, শামছুল ইসলাম বিদ্যুৎ, শেখ মেহেদী হাসান সুনাম। সভায় উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক সাংবাদিক আবু আসলাম বাবু, আ’লীগ নেতা আজিজুল ইসলাম, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, শেখ আজম, অভি, মেহেদী, নিলয়, রাজুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা পরিচালনায় দায়িত্বে ছিলেন মকবুল হোসেন মুকুল ও সোহেল। ফাইনাল খেলায় চ্যাম্পিয়নের খ্যাতি অর্জন দেয়ানা টাইগার্স ও রানার্স আপের খ্যাতি অর্জন করেন গণবাংলা সেবক সংঘ। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button