স্থানীয় সংবাদ

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্যবিবরণী :‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা রবিবারসকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনার সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল কবীর, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ কাজী আবু রাশেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার পূরণের লক্ষ্যে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ওতপ্রোতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। আমাদের দেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য বিশ^ব্যাপী প্রশংসিত। বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এখান থেকে জনগণ স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারছে।এরআগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিকে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ৭ এপ্রিল ছিলো বিশ^ স্বাস্থ্য দিবস। শবে কদরের নামাজের কারণে সরকার ৬ এপ্রিল দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button