মোল্লাহাটে মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী চরকান্দি গ্রামের একটি মাছের ঘের থেকে শনিবার সকালে অজ্ঞাত (৪৫) একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, গাংনী ইউনিযনের চরকান্দি গ্রামের জনৈক আনিসুরের মাছের ঘেরের মধ্যে শনিবার সকালে ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন আনিসুরের স্ত্রী ও ছেলে। বিষয়টি আনিস কে জানালে আনিস সাথে সাথে স্থানীয় ইউপি মেম্বর কে বলেন। ইউপি মেম্বর মোল্লাহাচ থানা পুলিশ কে জানালে পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। মোল্লাহাট থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, চরকান্দি গ্রামের জনৈক আনিসের মাছের ঘের থেকে মধ্যম বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে ওই নারীকে কেহ সনাক্ত করতে পারে নাই । তবে কিভাবে এই মাছের ঘেরে এসেছে বা কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়না তদন্তের পর মৃত্যু কিভাবে হয়েছে জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।