যশোর বাজারের আলিফ ফিসের মালিক আজাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

যশোর ব্যুরো ঃ যশোর বড় বাজারের আলিফ ফিস প্রতিষ্ঠানের মালিক হাফিজুর রহমান আজাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় ধর্ষণ মামলা হয়েছে। সে শহরতলী ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গার বাসিন্দা মতিউর রহমান গাজীর ছেলে ঘটনার প্রায় সাড়ে চার বছর পর শহরের হাটখোলা রোডের এক নারী আজাদের বিরুদ্ধে জোর পূর্ব ধর্ষণ এবং ধর্ষনের ভিডিও মোবাইলে ফোনে ধারনা করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও ফ্ল্যাট নিজের নামে লিখে নেয়ার অভিযোগে আদলাতে মামলা করেন। আদালতের নির্দেশে কোতয়ালি থানা পুলিশ তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।
ওই নারী মামলায় উল্লেখ করেছেন, তিনি যশোর শহরের হাটখোলা রোডের বাসিন্দা। আসামি হাফিজুর রহমান আজাদ দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্মতি না পেয়ে ২০১৯ সালের ১ অক্টোবর আজাদ তার বাড়িতে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ওই ধর্ষনের ছবি মোবাইল ফোনে ভিডিও আকারে ধারন করে। পরে ওই ছবি দেখিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার নাম করে তার কাছ থেকে মোটা অংকের টাকা ও দুইটি ফ্ল্যাটের অর্ধেক নিজের নামে লিখে নেয়। এরপর দীর্ঘদিন পার হয়ে গেলেও আসামি তার টাকা ও ফ্ল্যাট ফিরিয়ে দেয় নি। পরে গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জানালে তাদের সামনে আজাদ টাকা ও ফ্ল্যাট ফিরিয়ে দিতে সম্মত হয়। এরপর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও টাকা ফেরৎ দেয়নি। গত ৪মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজাদ তার লোন অফিস পাড়াস্থ ফ্ল্যাটে যায় এবং বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে জোর পূর্ব ফের ধর্ষণ করে। এরপর তাকে মারপিটে জখম করে। এ সময় ওই নারীর গলাই থাকা তিন ভরি ওজনের একটি সোনার চেইন ও মোবাইল সেট কেড়ে নিয়ে চলে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে এবং ঘটনা প্রত্যক্ষ করে। এরপর তিনি আদালতে পিটিশন দিলে আদারতের নির্দেশে পুলিশ নিয়মিত মামলা হিসাবে থানায় রেকর্ড করে।