অভয়নগরে চোরাই গমসহ ট্রাক উদ্ধার : আটক ২

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে মা ট্রেডিং এর ১৯ টন ৯৩০ কেজি চুরি হয়ে যাওয় গমসহ ট্রাক উদ্ধার করেছে অভয়নগর থানার পুলিশ। চুরির ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের খন্দকার লায়েক আলীর ছেলে মঈন উদ্দীন ও নড়াইলের উজিরপুর গ্রামের নিছার উদ্দীনের ছেলে এশারাত। এঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার কপি থেকে জানা যায়, গত ৩১শে মার্চ ফরিদপুর জেলার কোতয়ালী থানার মেসার্স হারুন গফফার ফ্লাওয়ার মিলের কাছে ১৯ টন ৯৩০ কেজি রাশিয়ান গম বিক্রয় করে চট্রগ্রামের মা ট্রেডিং। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭ হাজার পাঁচশত উনআশি টাকা। এ গম নওয়াপাড়া থেকে ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য নওয়াপাড়ার বনিক ট্রান্সপোর্ট এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি মোতাবেক পরশ কম্পানির একটি ট্রাক ভাড়া করে ঐদিনই নওয়াপাড়া পীরবাড়ি দেশ ট্রেডিং এর ঘাট থেকে পাঁচকবর এলাকার আমির হোসেনের ছেলে নেয়ামত ড্রাইভারের মাধ্যমে গম লোড করে ফরিদপুরে পাঠানো হয়। যথাসময়ে মেসার্স হারুন গফফার ফ্লাওয়ার
মিলে গম না পৌঁছালে বনিক ট্রান্সপোর্টের মালিক চন্দন দত্ত বাদি অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু হলে অভয়নগর থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভয়নগর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ই এপ্রিল রাতে ঘটনার সাথে জড়িত নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের খন্দকার লায়েক আলীর ছেলে মঈন উদ্দীনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সরোয়ার হোসেন বাচ্চুর নড়াইল অটো ফ্লাওয়ার মিল থেকে ২৬৬ বস্তা আটা, ৪৪ বস্তা ভূষি, ৩৮৩ টি খালি বস্তা এবং গম ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নড়াইলের উজিরপুর গ্রামের নিছার উদ্দীনের ছেলে এশারাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে মঈন উদ্দীন ও এশারত। এছাড়াও গম বহনকারী ট্রাকটি পরশ আটার মিলের সামনে থেকে জব্দ করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, অভয়নগর থেকে চুরাইকৃত গম নড়াইল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে।রাইকৃত গম নড়াইল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে।