ধনী গরিব সকলে একাত্ম হয়ে ঈদ-উৎসব উদযাপন করতে চাই- সিটি মেয়র

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ধনী গরিব সকলে একাত্ম হয়ে ঈদ-উৎসব উদযাপন করতে চাই এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কেসিসি’র পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। সিটি মেয়র সোমবার নগরীর বিভিন্ন ওয়ার্ডের স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। সিটি মেয়র দিনব্যাপী পর্যায়ক্রমে নগরীর ১৭, ২০, ২৪, ২৬, ২৭ ও ৩১ নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।
কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জেড এ মাহুমুদ ডন, এস এম রফিউদ্দিন আহম্মেদ, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, মাহমুদা বেগম, এ্যাড. জেসমিন পারভীন জলি, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: নূর ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মো: লিটন, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল আজিজ, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।