কারাগারে এবারো ঈদ করতে হচ্ছে বিএনপির অজ¯্র নেতাকর্মীকে

ঈদ উপহার সামগ্রী প্রদানকালে এড. মনা
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সরকারের সাজানো মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সব নেতাকর্মী। কারো কারো বিরুদ্ধে ১শ থেকে ৩শ মামলাও রয়েছে। একদিকে মামলার চাপ আরেকদিকে ব্যবসা বাণিজ্যসহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে বিএনপির অনেক নেতাকর্মীরা। এখনো কারাবন্দি রয়েছেন অসংখ্য নেতাকর্মী। কারাগারের চার দেয়ালের মধ্যে এবারো ঈদ করতে হচ্ছে দলটির অজস্র নেতাকর্মীকে। অবৈধ ও ডামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দি এসব নেতাকর্মী।
সোমবার (৮ এপ্রিল) বেলা ২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ২৮ অক্টোবর পরবর্তী সময়ে কারা নির্যাতনের শিকার খুলনা সদর থানার অর্ন্তগত বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রদত্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। এই আগ্রাসী শক্তি ও আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। এড. মনা আরো বলেন, বর্তমান সরকার যখনই দেশের ক্ষমতায় আসে তখনই দেশের অর্থনীতি ভেঙে পড়ে, ব্যাংক লুট হয়, সকল অন্যায় বেড়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়ে, সীমান্তে হত্যা বেড়ে যায়, দেশের শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটে। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে সকলকে সজাগ থাকতে হবে। বার বার প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ভোট চুরি করে দেশে একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। বর্তমান সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের অধিকার-ন্যায়বিচার ও মর্যাদা বর্তমান শাসক শ্রেণীর কাছে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়ে আছে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, সদর থানার আহবায়ক কে এম হুমায়ুন কবীর, দৌলতপুর থানার আহবায়ক মো. মুরশিদ কামাল, সদর থানার সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, জাকির ইকবাল বাপ্পি, রকিবুল ইসলাম মতি প্রমূখ।