স্থানীয় সংবাদ

গিলাতলায় কম দামে পণ্য দেওয়ার কথা বলে মেয়াদউর্ত্তীন খাবার বিক্রি

মেয়াদ উর্ত্তীন মালামাল থানা হেফাজাতে : ডিলার অবরুদ্ধ

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানা এলাকার আটরা গিলাতলা ইউনিয়নে কম দামে পন্য দেওয়ার কথা বলে স্থানিয় মুদি দোকানি জসিম দির্ঘদিন ধরে সাধারন মানুষের কাছ থেকে এনআইডি কার্ডের ফটোকপি ও মাথাপিছু ১৫০ টাকা থেকে ২০০ শত করে টাকা নিয়ে আসছিলো। সোমবার সকাল থেকে আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ে সকলের কাছ থেকে নগদ ৭ শ ” টাকা নিয়ে আটা, সয়াবিন তেল , চিনি ডিটারজেণ্ট পাওডার দিচ্ছিলো । এ সময় এসকল মাল উত্তোলনকারীরা দেখে পণ্যের গায়ে মেয়াদ উর্ত্তীন রয়েছে। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকাবাসি একত্রিত হয়ে ডিলারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে স্থানিয় গনমাধ্যম কর্মিরা সেখানে গেলে তাদের সাথে খারাপ আচরন করা হয় এমনকি প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের নাম ব্যবহার করে হুমকি দেয়া হয়। এক পর্যায়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়াদ উর্ত্তীন মালামাল থানায় নিয়ে যায়। খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই পীযুষ বলেন এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষনকে অবহিত করা হয়েছে তারা সরেজমিনে এসে পরবর্তী ব্যবস্থ্যা গ্রহন করবেন। এদিকে এলাকাবাসি অভিযোগ করে বলেন সরকার যখন সাধারন মানুষকে নায্যমুলে পন্য দেওয়ার জন্য নানামুখি পরিকল্পনা গ্রহন করছে ঠিক তখনই একটি চক্র সরকারের মহৎ উদ্যোগকে বানচাল করতে নানা মুখি কৌশল অবলম্বন করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button