আজও সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিলো ৭০ শিশু কিশোর

টানা ২৮দিন জামায়াতে নামাজ
খবর বিজ্ঞপ্তি : শিশু কিশোরদের মসজিদ মুখি করার লক্ষ্যে খুলনা মহানগরের দৌলতপুরে পাবলা সবুজ সংঘ মসজিদ আল আবেদীনে ইয়ুথ কমিউনিটি পুরস্কারের ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে রমজান ১লা থেকে টানা ২৮ দিন মসজিদে নামাজ পড়ে সাইকেল সহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ৭০ জন শিশু কিশোর। সোমবার (৮ এপ্রিল)যোহর নামাজ শেষে মুসল্লী অভিভাবকদের উপস্থিতিতে মসজিদের দোতালায় তাদের পুরস্কৃত করা হয়। মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে ইয়ুথ কমিউনিটির এক ঝাঁক তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত নিবেদিত হয়ে কাজ করেন। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত নামাজের জামাত শেষে উপস্থিত নিশ্চিতকরণ বাধ্যতামূলক ছিল। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন রফিকুল ইসলাম রতন,ইয়াসির আরাফাত রাসেল, এম এম আতিকুর রহমান, আলী রেজা মোঃ তাওয়াব, শেখ জিসান আল জামান, খন্দকার আল মামুন, মোঃ আশিক ইমতিয়াজ, সাগর,সবুজ শেখ,জামাল মোড়ল,আলী আম্মার মোঃ তাকি,কাজী মুসফিকুল আলম তুরান,নিশান আল জামান, মো জাহাঙ্গীর, আব্দুস সালাম,ফারহান রহমান,হুসাইন মোঃ সাকিব প্রমুখ।
সবুজ সংঘ মসজিদ আল আবেদীনের কমিটির সদস্যরা বলেন, ইয়ুথ কমিউনিটি কর্তৃক আয়োজিত এধরনের কর্মকা- মূলত শিশু কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাবে। এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ বছরের শিশু কিশোররা টানা ২৮ দিন জামাতের সাথে সালাত আদায় করলে সাইকেল পুরস্কার দেওয়া হবে দেয়া হবে।
এ ঘোষণায় উৎসাহিত হয়ে শিশু কিশোররা মসজিদে জামাতে নামাজ আদায় করে। ১০৯ জন এ প্রতিযোগিতায় নাম লেখায়। যাচাই-বাছাই করে ৩৪ জন কে সাইকেল ও বাকিদের বিভিন্ন রকম পুরস্কারে পুরস্কৃত করা হয়।
স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ছেলেরা নামাজের নিয়মিত আসছে ও তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত।
পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, পুরস্কার পেয়ে আমরা খুশি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত সালাত আদায় করব।শিশু কিশোরদের মসজিদ মুখি করার লক্ষ্যে খুলনা মহানগরের দৌলতপুরে পাবলা সবুজ সংঘ মসজিদ আল আবেদীনে ইয়ুথ কমিউনিটি পুরস্কারের ঘোষণা দিয়েছিল।
সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে ১লা রমজান থেকে টানা ২৮ দিন মসজিদে নামাজ পড়ে সাইকেল সহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ৭০ জন শিশু কিশোর।
সোমবার (৮ এপ্রিল)যোহর নামাজ শেষে মুসল্লী অভিভাবকদের উপস্থিতিতে মসজিদের দোতালায় তাদের পুরস্কৃত করা হয়। মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে ইয়ুথ কমিউনিটির এক ঝাঁক তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত নিবেদিত হয়ে কাজ করেন।
প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত নামাজের জামাত শেষে উপস্থিত নিশ্চিতকরণ বাধ্যতামূলক ছিল। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন রফিকুল ইসলাম রতন,ইয়াসির আরাফাত রাসেল, এম এম আতিকুর রহমান, আলী রেজা মোঃ তাওয়াব, শেখ জিসান আল জামান, খন্দকার আল মামুন, মোঃ আশিক ইমতিয়াজ, সাগর,সবুজ শেখ,জামাল মোড়ল,আলী আম্মার মোঃ তাকি,কাজী মুসফিকুল আলম তুরান,নিশান আল জামান, মো জাহাঙ্গীর, আব্দুস সালাম,ফারহান রহমান,হুসাইন মোঃ সাকিব প্রমুখ।
সবুজ সংঘ মসজিদ আল আবেদীনের কমিটির সদস্যরা বলেন, ইয়ুথ কমিউনিটি কর্তৃক আয়োজিত এধরনের কর্মকা- মূলত শিশু কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাবে। এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ বছরের শিশু কিশোররা টানা ২৮ দিন জামাতের সাথে সালাত আদায় করলে সাইকেল পুরস্কার দেওয়া হবে দেয়া হবে।
এ ঘোষণায় উৎসাহিত হয়ে শিশু কিশোররা মসজিদে জামাতে নামাজ আদায় করে। ১০৯ জন এ প্রতিযোগিতায় নাম লেখায়। যাচাই-বাছাই করে ৩৪ জন কে সাইকেল ও বাকিদের বিভিন্ন রকম পুরস্কারে পুরস্কৃত করা হয়। স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ছেলেরা নামাজের নিয়মিত আসছে ও তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত।
পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, পুরস্কার পেয়ে আমরা খুশি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত সালাত আদায় করব।