কাউন্সিলর টিপুর বাড়ীতে দুর্র্বৃত্তদের বোমা হামলা

সিসি টিভি ফুটেজে দেখা গেছে দুর্বৃত্তরা বোমা মেরে মোটরসাইকেলে ছুটে পালাচ্ছে, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন ও আইনগত ব্যবস্থা গ্রহণের আশ^াস
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সুযোগ্য ও জনপ্রিয় কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ্ রোডস্থ নিজ বাড়ীতে রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত একদল দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য ৩টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা বোমা ছুঁড়ে মেরেই মোটরসাইকেল যোগে পালিয়ে যাই, যা সিসি টিভি ফুটেজে দৃশ্যমান হয়েছে। ওই ঘটনায় দৌলতপুর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত জব্দ করে নিয়ে গেছে। দুর্বৃত্তদের ছোঁড়া বোমার আওয়াজে ঘুমান্ত আশপাশের মহল্লাবাসী আতংকিত হয়ে পড়ে। ওই বোমা বিস্ফোরনে ভবনের পিলার ও দেয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর উপর রাজনৈতিক ও উন্নয়নমূলক কাজে প্রতিহিংসা, ওয়ার্ড এলাকায় মাদক ব্যবসায়ী, ভূমি দসুৎ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণে এমন ঘটনা ঘটতে পারে। প্রত্যক্ষদর্শী গোলাম রহমান মিন্টু জানান, রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য ৩টি বোমা আমাদের বাড়ীকে লক্ষ্য করে বিস্ফোরন ঘটায়। উচ্চশব্দ শুনতে পেয়ে আমি ঘুম থেকে লাফিয়ে উঠে ঘরের সামনের রাস্তার উপর গিয়ে দেখি অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে করে পালিয়ে যাচ্ছে। যা ইতোমধ্যে সিসি টিভি ফুটেজে দৃশ্যমান হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) আবুল বাশার, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার আশ^াস প্রদান করেন। কাউন্সিলর গোলাম রব্বানী টিপু জানান, রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা আমার ঘর লক্ষ্য করে ৩টি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা বোমা ছুড়েই মোটরসাইকেল যোগে পালিয়ে যাই। আমার ধারনা রাজনৈতিক ও উন্নয়নমূলক কাজে প্রতিহিংসা, ওয়ার্ড এলাকায় মাদক ব্যবসায়ী, ভূমি দসুৎ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণে স্বার্থন্বেসী মহল এমন ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেছেন, এব্যাপারে তারাই আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু বাসায় রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে একদল দুষ্কৃতিকারীরা ৩টি ককটেল সাদৃশ্য বিস্ফোরকের বিস্ফোরন ঘটায়। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর শোনা মাত্র ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত জব্দ করা হয়েছে। সোমবার সকালে আমাদের উর্ধ্বতন অফিসারগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাড়ীতে দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনায় এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্দ এবং প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।