স্থানীয় সংবাদ

ইটালি প্রবাসীর নামে মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকি

থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শ্যামনগর গ্রামে ইটালি প্রবাসী রাজুসহ তার পরিবারকে মিথ্যা মামলা ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে। এঘটনায় নিরাপত্তা ও মিথ্যা মামলার হাত থেকে বাচতে গত ৮ এপ্রিল সাতক্ষীরার শ্যামনগর থানায় রাজুর মা একটি সাধারণ ডায়েরী করেছেন, যার নং- ৪১৩।
দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, শ্যামনগর ভুরুলিয়া গ্রামের মৃত. সোরাব আলীর ছেলে ইটালি প্রবাসী শেখ রাজু, দীর্ঘদিন ইটালিতে বসবাস করেন। শেখ রাজুর সাবেক স্ত্রী আফরোজা খানম ও তার ভাই আনোয়ারুল ইসলাম, পিতাঃ মোঃ আহাদ আলী গাজী এবং চাচা মোঃ আরশাদ আলী ইটালি প্রবাসী শেখ রাজুকে ইটালি থেকে দেশে এনে জীবন নাশ করবে এবং রাজু সহ তার বোন রিজিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতন সহ একাধিক মিথ্যা মামলা সহ রাজুকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রন্থ করার ষড়যন্ত্র করছে। শেখ রাজু তার আইনজীবীর মাধ্যমে গত ৩১ মার্চ রাজুর সাবেক স্ত্রী আফরোজা খানমকে লিগ্যাল নোটিশ প্রেরণ করলে শ্যামনগর উপজেলাধীন সংশ্লিষ্ট পোষ্ট অফিসের ডাক পিয়নসহ অন্যান্যোরা উক্ত লিগ্যাল নোটিসের খামটি সুকৌশলে খুলে বে-আইনী ভাবে লিগ্যাল নোটিসটির ফটোকপি করে লিগ্যাল নোটিসটি রাজুর আইনজীবীর নিকট ফেরত পাঠান। উল্লেখ্য যে, রাজুর সাবেক স্ত্রী আফরোজা খানম রাজুর বৃদ্ধা মাতা জহুরা খাতুন ও রাজুকে ইতিপূর্বে খাদ্যের সাথে বিষ যাতীয় কিছু খাওয়াইয়ে হত্যার চেষ্টা করে মর্মে জিডিতে উল্লেখ আছে। যে কারণে রাজু তার জীবন বাঁচানোর জন্য তার সাবেক স্ত্রী আফরোজা খানমকে দেনমোহর ও খোরপোষ পরিশোধ করে তালাক প্রদান করেন। ইটালি প্রবাসী শেখ রাজু ও তার নিকট আত্মীয়রা বর্তমানে তার সাবেক স্ত্রী আফরোজা খানম গং কর্তৃক বিভিন্ন মিথ্যা মামলাসহ জীবন ও সম্পদের হুমকির সম্মুখীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button