স্থানীয় সংবাদ

দূর্বৃত্তদের গুলিতে ফুলতলা আ’লীগ ও যুবলীগ নেতাসহ আহত তিন

থানায় মামলা, আওয়ামীলীগের নিন্দা

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামীলীগ ফুলতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোল্যা হোদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান সবুজসহ ৩ জনকে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করতে পারেনি। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ও অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, গত ১২ এপ্রিল রাত ৮ টায় অভয়নগর উপজেলার রাজঘাট বাজারের মোস্তাকের চা দোকানে মোল্যা হোদায়েত হোসেন লিটু, মোঃ খায়রুজ্জামান সবুজ, মোঃ নাসিম মোল্যা ও জাহিদুল ইসলাম ভূঁইয়া চায়ের অর্ডার দিয়ে লুডু খেলছিল। কিছুক্ষণ পরে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ ফুলতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোল্যা হোদায়েত হোসেন লিটু, দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান সবুজ ও মোঃ নাসিম মোল্যা গুলিতে আহত হয়। পরে, আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে মোঃ খায়রুজ্জামান সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত ১৪ এপ্রিল মোল্যা হোদায়েত হোসেন লিটু বাদি হয়ে অভয়নগর থানায় মামলা (নং- ১৭) দায়ের করেন। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামীলীগ সদস্য বিলকিছ আক্তার ধারা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন বিশ্বাস, শাহাবাজ মোল্যা, যুবলীগ নেতা এসকে আলী ইয়াসিন, শহীদুল্লাহ প্রিন্স, এসকে মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, এস রবিন বসু প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button