স্থানীয় সংবাদ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি ঃ আজ ১৭ এপ্রিল (বুধবার) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব প্রাঙ্গণে উপাচার্যের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, এর পরপরই শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের চতুর্থ তলাস্থ সম্মেলন কক্ষে আলোচনা সভা। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদসমূহে জোহর নামাজ বাদ দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button