পথের বাজার চেক পোষ্টে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানার পথের বাজার চেক পোষ্ট থেকে গতকাল ২০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। পথের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই কামরুল হুদা নাইম জানান, ১৫ এপ্রিল বেলা ৩ টার দিকে চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে পথের বাজার চেক পোষ্ট এর সামনে দিয়ে এক যুবক খুলনা যশোর মহাসড়ক দিয়ে ফুলতলার দিক হতে পায়ে হেটে পথেরবাজার চেকপোষ্ট অতিক্রম করাকালে চেক করার জন্য উক্ত যুবককে থামালে সে পালানোর চেষ্টা করে এ সময় তাকে ধাওয়া করে সঙ্গীয় অফিসার এ এস আই মাছুম, কনষ্টেবল হেলাল , ইমদাদুল হক, আমির হোসেন, রফিকুল ইসলাম, শ্যামল বিশ^াস তল্লাশী চালিয়ে তার নিকট থেকে একটি নেভি ব্লু রংয়ের প্রিন্টের ঝুলানো ট্রাভেল ব্যাগের মধ্যে একটি লাল , সাদা, নীল রং মিশ্রিত বিছানার চাদর মোড়ানো কর্কযুক্ত প্লাষ্টিকের বোতলে রক্ষিত অবস্থায় ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার লোকনাথপুর গ্রামের মৃত আব্দুল আবিরের পুত্র সাগর হোসাইন। খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।