ঋণ খেলাপির অভিযোগে আ’লীগ নেতা লাভলুর মনোনয়ন বাতিল

মণিরামপুর (যশোর)প্রতিনিধি : জনতা ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে মণিরামপুর উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমজাদ হোসেন লাভলুর মনোনয়ন বাতিল হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জ্যৈষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আনিছুর রহমান তাঁর প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনতা ব্যাংক লিঃ মণিরামপুর শাখায় ঋণ খেলাপি থাকায় আমজাদ হোসেন লাভলুর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেতে আগামী তিন দিনের মধ্যে তিনি জেলা প্রশাসকের দপ্তরে আপীল করতে পারবেন। এই বিষয়ে জানতে চাইলে আমজাদ হোসেন লাভলু বলেন, জনতা ব্যাংক মণিরামপুর শাখা আমাকে ঋণ পরিশোধের ক্লিয়ারেন্স দিয়েছে। আমি প্রার্থীতা ফিরে পেতে আপীল করব। এদিকে আয়কর রিটার্নের মূল কাগজপত্র দাখিল না করায় জামায়াত নেতা ফজলুল হকের প্রার্থীতার বৈধতা ঝুলে আছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা কল্লোল বিশ্বাস। ফজলুল হক বলেন, দলের কেন্দ্রের সিদ্ধান্তে আমরা তিন পদে মনোনয়ন কিনেছিলাম। আমি কিনেছি চেয়ারম্যান পদে। এখন দলের সিদ্ধান্তে আমরা আবার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তিনি বলেন, নির্বাচন অফিস থেকে আমাকে ফোন করে আয়কর রিটার্নের মূল কাগজপত্র জমা দিতে বলেছে। নির্বাচন করব না তাই যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলাম না। আগামী ৮ মে ৬ষ্ঠ মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ১৭ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।