মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

মো: আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি : আগামী ৮মে অনুষ্ঠিতব্য মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফশিল অনুযায়ী সোমবার(১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ০৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ০৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন যথাক্রমে সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন এবং জামায়াত ইসলামীর নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফজলুল হক। ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে সন্দীপ ঘোষ, মঞ্জুর আক্তার, এস এম আব্দুল হক, শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন ও লিয়াকত আলী এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কাজী জলি আক্তার, মাহবুবা ফেরদৌস পাপিয়া, আমেনা বেগম, সুরাইয়া আক্তার ডেইজি, মাজেদা খাতুন, জেসমিন আক্তার ও মোছাঃ গুলবদন।