স্থানীয় সংবাদ

বিভিন্ন জেলা ও উপজেলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

প্রবাহ ডেস্ক
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বিভিন্ন জায়গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
দাকোপ
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতাল দাকোপের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রাণীসম্পদ অফিস চত্বরে সেবা সপ্তাহের আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, আইসিটি কর্মকর্তা সমীরন বিশ্বাস এবং পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শম্পা বিশ্বাস উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে ৩৫টি ষ্টল প্রদর্শন করা হয়। এবারের প্রদর্শনীতে দুগ্ধজাত গাভী পালনে ১ম হয়েছে জি এম রেজার আলিফ ডেয়ারী ফার্ম, গাভী মোটাতাজা করনে রাশেদ কামাল এবং বাছুর ক্যাটাগেরিতে ১ম স্থান অর্জন করেছেন নিরঞ্জন ঢালী। সব শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরুস্কারের অর্থ এবং স্বীকৃতি সনদ তুলে দেন।
রূপসা
রূপসায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিডিও জুমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার। শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপী দাস, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ নাসরিন আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, সোনালী ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা দিলশানারা, সাবেক খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু।
ফকিরহাট
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ লুৎফর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম, পল্লী বিদ্যুতের ফকিরহাট জোনের ডিজিএম মুহম্মদ ফাকরুল ইসলাম প্রমুখ। এসময় অতিথিবৃন্দ মেলার স্টল ও আগত বিভিন্ন খামারিদের পালন করা উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও দৃষ্টিনন্দন পাখি পরিদর্শন করেন। দিনব্যাপী এ প্রাণী প্রর্দশনীতে ৩০টি স্টলে উপজেলার বিভিন্ন প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন গবাদি পশু ও গৃহপালিত প্রাণী প্রদর্শন করেছেন।
নড়াইল
বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীতে ২০টি স্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নড়াইল সদর এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকুনুজ্জামান, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ডেইরী ফার্ম মালিক, খামারীসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিতছিলেন।
কলাপাড়ায়
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্ধোধণের পরই এর কার্যক্রম শুরু হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। আয়োজকরা জানান, প্রথমবারের মতো কলাপাড়ায় বৃহৎ পরিসরে প্রাণী সম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশী ও বিদেশি প্রজাতির গরু, ছাগল, ভেড়া ছাড়াও বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি, মুরগী, প্রদর্শন করা হয়। মানুষ যাতে গবাদিপশু ও পাখি পালন করে স্বাবলম্বী হতে পারে এ লক্ষ্য নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।
অভয়নগর
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আবুজার সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন, অভয়নগর থানা পুলিশের উপ পরিদর্শক আবু বক্কার সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু জিহাদ, আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র লুৎফর রহমান প্রমুখ। সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৫০টির অধিক বিভিন্ন প্রজাতীর পশু ও প্রাণির স্টল প্রদর্শনী হয়। প্রদর্শনীতে উন্নত জাতের ছাগল, ভেড়া, শংকর ও জার্সী জাতের গরু, হাঁস-মুরগী, বিভিন্ন প্রজাতীর পাখি সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের বাড়িতে পোষা প্রাণি মেলায় প্রদর্শন করেন খামারীরা। মেলায় আসা সকল খামারীরা প্রণোদনা ও সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকার দাবি জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button