পাটকেলঘাটায় চোর আতঙ্কে রাত কাটছে গ্রামবাসীর

চুরির হিড়িক পড়েছে, এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে
মতিউর রহমান, পাটকেলঘাটা প্রতিনিধি ঃ পাটকেলঘাটায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। গতকাল পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোর্ড থেকে, বড়কাশিপুর গ্রামের মোঃ মোকছেদ হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেনের বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে। মোঃ আরিফ হোসেন বলেন, আমি প্রতিদিনের ন্যায় দোতলার নিচে সাইকেল রেখে পাটকেলঘাটা মুক্তি বিউটি পার্লারের ছেলে কে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত প্রাইভেট পড়াতে দোতলায় উঠি।প্রাইভেট পড়ানোর শেষে নিচে এসে দেখি কে বা কারা আমার বাইসাইকেল টি চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে ও বাইসাইকেল টি পাওয়া যায় নি।এছাড়া কয়েক দিন আগে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোর্ড,আহসান হাবীব ইলেকট্রনিক্ম শোরুমের পাশ থেকে এক রাজমিস্ত্রীর বাইসাইকেল চুরি করে নিয়ে যায়। গতকাল গভীর রাতে নগরঘাটা গ্রাম থেকে ১৭/১৮ ভরি স্বর্ণ,১ টি মোটরসাইকেল, নগদ ২ লক্ষ টাকা সহ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ৩১ মার্চ পাটকেলঘাটা পারকুমিরা গ্রামের সাংবাদিক খান হামিদুল ইসলামের বাড়ি থেকে নগদ ৭৫ হাজার ৭ শত টাকা, ১ টি স্বর্ণের চেইন ও ৩ টি স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সাংবাদিক খান হামিদুল ইসলাম পাটকেলঘাটা থানায় ১ টি লিখিত অভিযোগ দায়ের করেন।৭ ই এপ্রিল পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড় হইতে এক এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এমন চুরির ঘটনা পাটকেলঘাটায় নিত্যনতুন ভাবে হচ্ছে। এসব চুরির বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকা বাসি।