নগরীতে গাঁজা মদ ও ইয়াবাসহ ৯মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো–ভেড়ামারার আশরাফুল ইসলামের ছেলে তানজুল ইসলাম(২৮), একই এলাকার রজব আলীর ছেলে মোঃ ফজলে রাব্বি(২৭), গুটুদিয়ার মৃত: নাজের গাজীর ছেলে মোঃ কামাল গাজী(৪০), মোড়েলগঞ্জ হোগলাবুনিয়া ফারাজীপাড়ার মৃত: আশরাফ আলী ফারাজীর ছেলে মোঃ মিরাজ ফারাজী(৪৫), নতুন বাজারের মৃত: আফসার শেখের ছেলে মেহেদী হাসান রাব্বী(২৭), হোল্ডিং নং-১৫/১ ছোট মির্জাপুরের শাহাবুদ্দিন ওরফে মিন্টু জমাদ্দারের ছেলে শামীম হোসেন আজাদ(৫৫), কৈয়া বাজার ঘোলার আবুল শেখের ছেলে মোঃ মাসুম শেখ(৪০), একই এলাকার সাইফুল শেখের ছেলে আবুল কাশেম(২১), গোয়ালখালীর মৃতঃ হাজী মল্লিক মুনসুর আহম্মেদের ছেলে মল্লিক মোস্তাকিম হোসেন উজ্জল(৪০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৯৫০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাই মদ এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।