যশোরে ইজিবাইক চুরির ১০ দিন পর চক্রের ৪ সদস্য গ্রেফতার

যন্ত্রাংশ উদ্ধার : ১জনের আদালতে জবানবন্দি
যশোর ব্যুরো ঃ প্রকাশ্যে শহরতলী ধর্মতলা চারখাম্বার মোড় থেকে ইজি বাইক চুরির সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। এ সময় তাদের দেখানো মতো চুরি করা ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া বর্তমানে টালিখোলা পারভীনের বাড়ির ভাড়াটিয়া শহিদ মোড়লের ছেলে জুয়েল মোড়ল, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বাজারগ্রামের শেখ আওরঙ্গজেব এর ছেলে আবু হাসান, একই এলাকার শেখ ইকরাম আলীর ছেলে সবুজ ও সাতক্ষীরা সদর থানার বলাডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইমামুল হক। গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল মোড়ল বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে যশোর সদর আমলী আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এমরান আহমেদ এর সামনে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জানাযায়,গত ৭ এপ্রিল দুপুর ১ টার পর সদর থানার সুজলপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আক্তার হোসেন তার ইজিবাইক শহরতলী ধর্মতলা চারখাম্বার মোড়ের সামনে পাকা রাস্তার পাশে তার পুরাতন ৫ ব্যাটারী ১লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি রেখে পাশে মসজিদে নামাজ পড়তে যায়। দেড়টার সময় মসজিদের বাথরুম হতে বের হয়ে মসজিদের সামনে এসে দেখে তার রাখা ইজিবাইকটি নেই। সংঘবদ্ধ চোরেরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করলে ১৭ এপ্রিল বুধবার দুপুরে থানা পুলিশ ইজিবাইক চুরি সংক্রান্ত অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখ করে মামলা রের্কড করেন। উক্ত মামলা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করার পর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই সোলায়মান আক্কাসসহ একটি চৌকসটিম বুধবার দুপুরে জুয়েল মোড়লকে তার ভাড়া বাসা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইক চুরির সাথে জড়িত উল্লেখিত ৩জনকে গ্রেফতার করে। এ সময় সাতক্ষীরা জেলার মাধবকাঠি এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হলে জুয়েল মোড়ল আদালতের বিজ্ঞ বিচারকের সামনে ইজিবাইক চুরির বর্ণনা দিয়ে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।