স্থানীয় সংবাদ

বাজারে এলো নতুন ‘হোন্ডা শাইন ১০০ সিসি মোটরসাইকেল

খবর বিজ্ঞপ্তি ঃ সম্প্রতিশীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারক ‘হোন্ডা’, তাদের লেটেস্ট মডেল ‘হোন্ডা শাইন ১০০’ বাজারে এনেছে। নতুন এই মোটরসাইকেলটি দেশের সাধারণ রাইডারদের উন্নত পারফর্ম্যান্সের সাথে স্টাইলিশ ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।
সম্প্রতিঅনুষ্ঠিত লঞ্চিং ইভেন্টে নতুন ‘শাইন ১০০’ সম্পর্কে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, “হোন্ডা চায় সাশ্রয়ীমূল্যেমানসম্পন্ন সমাধানের মাধ্যমে গ্রাহকদের আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করতে। গ্রাহকেরচাহিদাপূরণেআমরা ভিন্ন রঙে উন্নত ফিচারস ও প্রযুক্তিসম্পন্ন নতুন নতুন মডেল উপহার দিয়ে যাবো।”
ব্র্যান্ডের চীফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “কমিউটারসেগমেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বরাবরই গ্রাহকদেরদৈনন্দিনচলাফেরায়সুবিধা, স্বাচ্ছন্দ্যএবং সাশ্রয়ি অভিজ্ঞতা প্রদান করে এসেছে। শাইন ১০০-এর টেকসইডিজাইন, উন্নত ফিচারস ইত্যাদি বিশেষ করে, গ্রামীণ কিংবা আধা-শহুরেগ্রাহকদেও দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনীয়তা মেটাবে।”
সুপার স্টাইলঃ আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে অ্যারোডাইনামিক ফ্রন্টকাউলএবংফ্রন্টহেডল্যাম্প হোন্ডা শাইন ১০০-কে করে তুলেছে সুপার স্টাইলিশ। এর মজবুত অ্যালুমিনিয়ামগ্র্যাবরেইল, কালোঅ্যালয়হুইল, চকচকে সাইলেন্সার, উজ্জ্বলগাড় টেইলল্যাম্প ইত্যাদি বৈশিষ্ট্য পথচারীদের নজর কাড়তে যথেষ্ট।
নির্ভরযোগ্য পারফর্ম্যান্স – হোন্ডা ইঞ্জিনঃ এর ১০০ সিসি ইঞ্জিন হালকা ওজনের, সহজে নিয়ন্ত্রণযোগ্য, উন্নত পারফর্ম্যান্স ও দুর্দান্তমাইলেজ প্রদান করে। টাম্বল ফ্লো ও অতিরিক্ত ঘর্ষণহ্রাস করে এবং ইএসপি-যুক্ত অধিক মাইলেজ দেয়। শাইন ১০০-তে আছে কম্বিব্রেকসিস্টেম (সিবিএস), যা সামনের ও পিছনেরচাকায় ব্রেকিংফোর্স প্রদান করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button