ডুমুরিয়ায় ঘুরুনিয়া-গাজীনগর বিলে ঘৌড় দৌড় প্রতিযোগিতা

ডুমুরিয়া (খুলনা ) প্রতিনিধি
ডুমুরিয়ায় ঘুরুনিয়া-গাজীনগর বাসন্তী পূজা মন্দির কমিটির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমী শেষে ঘুরুনিয়া বিলে বিভিন্ন অঞ্চল থেকে ৯টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এতে নড়াইলের মায়ের দোয়া ঘোড়া প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় মাহিন রাজা ও তৃতীয় হন সাগর রাজা। হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় অমিমেষ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। বিশেষ অতিথি ছিলেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। এ সময় বক্তব্য রাখেন প্রভাষক পংকজ মন্ডল, ছাত্রলীগ নেতা বিশ্বজিত মন্ডল,পলাশ সরকার,মনোজ সরকার প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিশিষ্ট ঠিকাদার দিলীপ কুমার মন্ডল।