বাগেরহাট থেকে অবৈধভাবে পাচারকালে দুই ট্রাকসহ জ¦ালানি কাঠ আটক গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে গভীর রাতে অবৈধভাব কেটে আনা দুই ট্রাক বনজ বৃক্ষ পাচারকালে গাছসহ ৩ পাচারকারি গ্রেফতার হয়েছে। বাগেরহাট সদর মডেল থানা পুলিশের রাত্রীকালিন ডিউটিরত একটি টিম বুধবার গভীর রাতে জেলা সদরের দশানী ট্রাফিক মোড় এলাকায় জ¦ালানী কাঠ ভর্তি দুটি ট্রাকসহ ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সাতক্ষিরা জেলার দেবহাট কুলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে অবৈধ কাঠ ব্যবসায়ী আব্দুস সালাম (২২), একই জেলার কালিগঞ্জ ধালবাড়ীয়া গ্রামের কওছার আলী গাজীর ছেলে আব্দুর রহমান (৩০) ও বাগেরহাটের শরনখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের রুস্তুম আলী আকনের ছেলে জুয়েল আকন (২৬)। এ ঘটনায় সদর মডেল থানার এসআই আবু হানিফ কামাল বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামীদের বৃহস্পতিবার সকালে আদালতে চালান করা হয়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, বন বিভাগের অনুমতি ছাড়াই গভীর রাতে ২ ট্রাক বিভিন্ন প্রজাতির গাছ পাচারকালে সদরের দশানী ট্রাফিক মোড় এলাকা থেকে আটক করা হয়। আটক কাঠের কৈান বৈধতা না দেকাতে পারায় ট্রাকচালকসহ মোট ৩ জন কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।