স্থানীয় সংবাদ

যশোরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ি আহত : আটক ৩

যশোর ব্যুরো : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরের সতী ঘাটায় কিশোর গ্যাংয়ের ধারালো ছুরির আঘাতে আব্দুল আলীম ওরফে শান্ত (২৭) নামে এক মুদি ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছে। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও দোকানের ক্যাশ ড্রায়ার থেকে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ১৭ এপ্রিল বুধবার রাতে সদর উপজেলার সতীঘাট নতুন বাজার ক্যাডেট মাদ্রাসা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর উপজেলার কামালপুর গ্রামের ওসমান গাজীর ছেলে ভিকটিম আব্দুল আলীম শান্ত ৬ জনের নামে মামলা করেন।
মামলার আসামিরা হলো যশোর সদরের রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত নুর-নবীর ছেলে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য রায়হান হোসেন , যশোর শহরের বারান্দীপাড়া করবস্থানের টগরের ছেলে আকাশ ওরফে বাঁধন , কামালপুর গ্রামের মৃত মফিজের ছেলে আলামিন , মৃত সালামের ছেলে অন্তর , গোলাম মোস্তফার ছেলে নাঈম ও মৃত আবু ড্রাইভারের ছেলে মামুন । আসামিদের মধ্যে ওই রাতেই আলামিন, অন্তর, নাঈম ও মামুনকে পুলিশ আটক করেছে। কিন্তু মুলহোতা রায়হান ও আকাশ ওরফে বাঁধন পলাতক রয়েছে। তারা এলাকার চিহ্নত সন্ত্রাসী ও কিশোর গ্যাং এবং মাদকসেবী বলে পরিচিত। তাদের বিরুদ্ধে নানা অপরাধমুলক কর্মকা-সহ একাধিক মাদক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button