স্থানীয় সংবাদ
যশোরে বার্মিজ চাকু ও ফেনসিডিলসহ ৩যুবক গ্রেফতার

যশোর ব্যুরো : যশোরে পুলিশের পৃথক অভিযানে বার্মিজ চাকু ও ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে।
কোতোয়ালি থানার এক এসআই জানান, গত বৃহস্পতিবার ১৮ এপ্রিল বিকেল ৪টার দিকে সদর উপজেলার কচুয়ার হাসিনার মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে জব্বার মোল্লা নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। জব্বার ওই এলাকার মৃত মতিয়ার মোল্লার ছেলে।
ডিবি পুলিশের এসআই নুর ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর বেনাপোল সড়কের নতুনহাট বাজারে একটি চায়ের দোকানের সামনে থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানাস্থ নামাজ গ্রামের তুহিন হোসেন এবং রঘুনাথপুর পূর্বপাড়ার ইকরামুল ইসলাম । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।