নগরীতে গাঁজা ইয়াবা ও মদসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুর তেলেখালির মৃত: আঃ হক হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার(২৮), বাগেরহাট সদর বৈটপুরের মৃত: আজিজের ছেলে জসিম(৩১), শিরোমণির মৃত: নূর ইসলামের ছেলে মোঃ সোহেল আকন(২৭), দৌলতপুর খান রোডের বাসিন্দা জাহাঙ্গীর মুন্সির ছেলে নাইমুর হাসান পিয়াল(১৯), ২ নং কাশেম সড়কের মৃত: মফিজ উদ্দিন ঢালীর ছেলে মোঃ সালাম ঢালী(৫৫), উজিরপুর পশ্চিম শোলকের মৃত: আনোয়ার হোসেন জমাদ্দারের ছেলে ফারুক জমাদ্দার(৫৭), নয়াবাটি দুর্বার সংঘ ক্লাবের মোড়ের বাসিন্দা মোঃ রহিমের ছেলে সোহাগ ওরফে বিশু(৩০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।