রেলিগেটে গলায় ফাঁস নিয়ে সুমন হাওলাদার নামে ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ নগরীর রেলিগেট রেল কলোনিতে গলায় ফাঁস নিয়ে সুমন হাওলাদার নামে একজন আত্মহত্যার ঘটনা ঘটেছে । রেলিগেট হেলাল জুট প্রেসের পাশে রেল করোনীর নিজ ঘরের বাঁশের আড়ার সাথে কালো রং এর ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে সুমন হাওলাদার (৩৩) আত্মহত্যা করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশিদের সাথে তিনি কথা বলেছেন। বৃহস্পতিবার রাতের কোন একসময় এ ঘটনা ঘটে। শনিবার সকাল ১১ টায় আশেপাশের লোকজন সুমন হাওলাদারের বসবাসরত ঘরের পাশ দিয়ে চলাচলের সময় লাশের গন্ধ পেয়ে ঘরের দরজা খুলে বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । তখন প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় অর্ধ গলিত লাশ উদ্ধার করে । পুলিশ সুরাতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত সুমন হাওলাদারের স্ত্রী ও ২ মেয়ে সন্তান রয়েছে। এ সময় তার ঘরে স্ত্রী ও সন্তানরা কেউ ছিলেন না। সবাই ঈদের ছুটিতে স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন । সুমন হাওলাদার ৫ ভাই এর মধ্যে সকলের ছোট। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবির কুমার বিশ্বাস জানান, উক্ত বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।