স্থানীয় সংবাদ

যশোরে চার সন্ত্রাসী বার্মিজ টিপ চাকুসহ গ্রেফতার

যশোর ব্যুরো : বার্মিজ টিপ চাকু নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে শুক্রবার রাতে সদর উপজেলার সুজলপুর গ্রামে অবস্থানকালে পুলিশ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে বার্মিজ টিপ চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মফিজপাড়া এলাকার মৃত নুরুর রহমান ওরফে নঈম খানের ছেলে নাফিজুর রহমান রিমন খান,খোলাডাঙ্গা (জনতা স’ মিলের পিছনে) শরিফুল আলামের ছেলে হারুন অর রশিদ ওরফে সুমন,একই এলাকার ইকবালের ছেলে ইমতিয়াজ ও খোলাডাঙ্গা ধর্মতলা বউ বাজারের সামনে) আসাদুজ্জামান আসাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারকৃতদের শনিবার ২০ এপ্রিল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর কোতয়ালি থানার এক এসআই শুক্রবার রাতে মোবাইল-১৩ ডিউটি করাকালীন সময় গোপন সূত্রে খবর পান ধর্মতলা টু ছুটিপুর রোডগামী সুজলপুর গ্রামের জনৈক সামসুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়সের সন্ত্রাসীরা হাতে বার্মিজ চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের ক্ষমতা দেখানের জন্য জনমনে ভীতি সঞ্চার সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টায় ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সন্ত্রাসীরা পালানোর চেষ্টার এক পর্যায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় উল্লেখিত চার সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত নাফিজুর রহমান রিমন খানের প্যান্টের পকেটের পিছনে থাকা একটি বার্মিজ টিপ চাকু তার বের করা মতে উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের থানা হাজতে নিয়ে গভীর রাতে দ্রুত বিচার আইনে মামলা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button