ডুমুরিয়া থানা পুলিশের নেতৃত্বে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়া থানা পুলিশের নেতৃত্বে ৮টি মোবাইল ফোন হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় অফিসার ইনচার্জ সুকান্ত সাহা এ ফোনগুলো তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন হারিয়ে বা চুরির ঘটনা ঘটে। যা নিয়ে ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেন। এ পর্যন্ত ডায়েরীর সংখ্যা ৫০টির মত। তবে মোবাইল গুলো উদ্ধারে থানা পুলিশের নেতৃত্বে বাড়ানো হয় জোরদার অভিযান। যার ফলশ্রুতিতে উদ্ধার হয়েছে ৮টি মোবাইল ফোন এবং রোববার বেলা সাড়ে ১১টায় দিকে ফোন গুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এ প্রসঙ্গে ফোন উদ্ধার কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার উপপরিদর্শক নিউটন রায় জানান, চোরাই বা হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন উদ্ধারের দায়িত্বটা পেয়েছি প্রায় মাস দুয়েক আগে। সেই থেকে এটা নিয়ে কার্যক্রম শুরু করি। মোবাইল ট্র্যাকিংসহ উন্নত প্রযুক্তি ব্যবহার করে একে একে উদ্ধার করা হয়েছে ৮টি এন্ড্রয়েড মোবাইল ফোন। তবে এর মধ্যে কয়েকটি ফোন উদ্ধারে ঢাকা, চট্টগ্রামসহ সিলেট এলাকাও যেতে হয়েছে। এক কথায় ফোন গুলো উদ্ধারে সীমাহীন পরিশ্রম করতে হয়েছে। তিনি আরও বলেন, আরো কিছু ফোনের লোকেশন পেতে যাচ্ছি। আশাকরি সেগুলোও উদ্ধার করা সম্ভব হবে। তবে ডায়েরীভুক্ত কিছু ফোন রয়েছে যার কোন ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সেগুলো হয়তঃ ভেঙ্গেচুরে নষ্ট করে ফেলা হয়েছে। বিষয় টি নিয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, এটা একটি জটিল কাজ। এক ধরনের ক্লুলেস ঘটনা। তারপরও খোয়া যাওয়া জিনিস ভুক্তভোগীদের মাঝে বুঝে দেয়া পুলিশের দায়িত্ব। এখানে আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি এবং যথেষ্ট সফলতা পেয়েছি।