স্থানীয় সংবাদ

ফুলতলার এমসিএসকে’তে বাস উদ্বোধনকালে ভূমিমন্ত্রী

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে এমসিএসকে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি থেকে সব সময়ই ভালো ফলাফল করে শিক্ষার্থীরা। বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশের মধ্যে সুনাম অর্জন করেছে। এই বাস সার্ভিস শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গতকাল রবিবার বেলা ১১ টায় এমসিএসকে এর বঙ্গবন্ধু কমপ্লেক্সে প্রতিষ্ঠানের পরিবহন বাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এমসিএসকে এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দীন এএফডব্লিউসি, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ শফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আল বিরুনী, উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিআরটিসি’র সেবামূলক কাজের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এমসিএসকে তে বাস সার্ভিস চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button