স্থানীয় সংবাদ

চেয়ারম্যান পদে ৭ ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন দাখিল

তালা উপজেলা পরিষদ নির্বাচন

বি. এম. জুলফিকার রায়হান, তালা থেকে ঃ আগামী ২১ মে অনুষ্ঠিতব্য তালা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তালায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে, প্রার্থীতা ঘোষনা করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রচার-প্রচারনা চালানোর পর শেষ মুহুর্তে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম তার মনোনয়ন পত্র জমা দেননি। এছাড়া, চেয়ারম্যান পদে আকস্মিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক এম. এ মালেক শেখ নামের এক ব্যক্তি। তিনি একসময়ে জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি এখনও জাতীয় পার্টির সাথে জড়িত থাকলেও কোনও পদ-পদবী বা দলীয় কর্মসূচীতে তাকে দেখা যায়না।
তালা উপজেলা নির্বাচন অফিসার সাদিক বিন জামান জানান, রোববার (২১ এপ্রিল) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিত সাধু, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম ও জাতীয় পার্টির সমর্থক অধ্যাপক এমএ মালেক নির্বাচনের জামানতের কাগজপত্র জমা দিয়ে সিডি ডিস্ক সংগ্রহ করেন। এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, সাংবাদিক মো. আব্দুল জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো, মো. বাবলুর রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল অনুরুপ জামানত সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভোটার তালিকার সিডি ডিস্ক সংগ্রহ করেছেন। এবারের তালা উপজেলা পরিষদ নির্বাচনের ৩টি পদেই জামায়াতে ইসলাম প্রার্থীতা ঘোষনা করে প্রচার-প্রচারনা শুরু করার পর দলীয় সিদ্ধান্তে ভোট থেকে সরে যান। যেকারনে চেয়ারম্যান পদে এবার আওয়ামীলীগের ৫জন এবং জাতীয় পার্টির ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের সকল প্রার্থীই আওয়ামীলীগের।
তালা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরোয়ার হোসেন স্বাক্ষরিত গনÑবিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশীল অনুযায়ী ২১ এপ্রিল মনোনয়ন জমাদানের শেষ তারিখ। মনোনয়পত্র বাছাই ২৩ এপ্রিল, আপিলের তারিখ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং জাতীয় পার্টির নেতা সাংবাদিক এস.এম. নজরুল ইসলামের মাঝে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button