খুলনায় ফ্যান ও ইলেক্ট্রিক পণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান

জরিমানা ৪০ হাজার
স্টাফ রিপোর্টার ঃ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক মহানগরীর সদর থানার ডাক বাংলা এলাকায় এবং দৌলতপুর থানার রেল গেইট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২২ এপ্রিল) পরিচালিত অভিযানে ডাকবাংলা এলাকায় মেসার্স জমজম হার্ডওয়্যার স্টোরকে পন্যের মুল্যে কারসাজি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে, রেল গেইট এলাকায় মারিয়াম আইস বারকে ক্ষতিকর উপাদান ব্যবহার করে ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ এবং বিপনন করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জানা গেছে, সোমবার ভোক্তা-অধিকারের অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ফ্যান, ডাব, সেমাই, ঔষধ, বিদেশি ফল, তেল ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য, ফ্যান, ডাব বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। দৌলতপুর থানার রেল গেইট এলাকায় মারিয়াম আইস বারকে ক্ষতিকর উপাদান ব্যবহার করে ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ এবং বিপনন করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নগরীর সদর থানার ডাকবাংলা এলাকায় ফ্যানের বাজার দর যাচাই ও ভোক্তারা যেন তীব্র গরমে ফ্যান কিনতে গিয়ে কোন ধরনের অসাধু ব্যবসায়ীর নিকট উচ্চ মূল্য প্রদান না করেন সে বিষয়ে ভোক্তা-জনসাধারণ মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং ব্যবসায়ীদের নির্ধারিত ও সঠিক মূল্যে ফ্যান বিক্রয় করার ব্যাপারে সতর্ক করা হয়। এসময় মেসার্স জমজম হার্ডওয়্যার স্টোরকে পন্যের মুল্যে কারসাজি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব,ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।