আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচন আজ

দুটি প্যানেলের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানজাহান আলী থানার অন্তগত ঐতিহ্যবাহী আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন আজ ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে বিরতিহীন ভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫টি অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অঘোষিত দুটি প্যানেলের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিদ্যালয়ের সচেতন অভিভাবকরা বলছেন বিদ্যালয়ের শৃংখলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে পরীক্ষিত ও যোগ্য প্রার্থীকে বেচে নিতে ভূল করবে না অভিভাবকরা। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য প্রতিনিধি ৫টি পদে অঘোষিত দুটি প্যানেলে বিভক্ত হয়ে সর্বদলীয় নাগরিক ঐক্য এবং সর্বদলীয় মনোনীত প্যানেলের ১০জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছে। সর্বদলীয় নাগরিক ঐক্য প্যানেল থেকে আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজ বেগের মনোনীত প্রার্থী এ্যাড. আলমগীর হোসেন(দেয়াল ঘড়ি), মোঃ রফিকুল ইসলাম(মই), শেখ আঃ রাজ্জাক(আনারস), সৈয়দ শাহরিয়ার(বই) এবং মোসাঃ নুরজাহান নেছা(মটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে সর্বদলীয় মনোনীত প্যানেল থেকে মোঃ মফিজ সরদার(গোলাপ ফুল), মাহমুদুল হাসান(কলস), সৈয়দ জসিম উদ্দীন(দোয়েল পাখি), মোঃ মশিউর রহমান(দোয়াত কলম) এবং মোছাঃ রুমানা ইয়াসমিন(ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিদ্যালয়ের সচেতন অভিভাবকরা বলছেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচনে বিদ্যালয়ের শৃংখলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনায় পরীক্ষিত ও যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৯৫ জন অভিভাবক ভোটার ৫টি অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন।