স্থানীয় সংবাদ

যশোরে মদ ইয়াবা গাঁজা উদ্ধার ভারতীয় নাগরিকসহ গ্রেফতার-৩

যশোর ব্যুরো ঃ ক্যাম্প ও ফাঁড়ি পুলিশ সোমবার সন্ধ্যা ও রাতে আলাদা অভিযান চালিয়ে বিদেশী মদ,ইয়াবা,গাঁজা উদ্ধার করেছে। এ সময় ভারতীয় নাগরিকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,নর্থ ২৪ পরগনা,পিন-৭৪৩২৪৭,ওয়েস্ট বেঙ্গল,ইন্ডিয়া জেলার বাদুড়িয়া থানার চন্ডিপুর গ্রমের তপন সূত্রধরের ছেলে তুষার সূত্রধর,যশোর সদও থানার শাখারীগাতী (দক্ষিণপাড়া) গ্রামের শওকত আলীর ছেলে আলফাজ উদ্দীন সিজান ও সদর উপজেলার খামারবাগ ডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রশিদুল হাসান ওরফে রাসেল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার রাতে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হযেছে। মঙ্গলবার ২৩ এপ্রিল দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানাগেছে, ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট সংলগ্ন শ্রমিক ভবনের সামনে থেকে ভারতীয় নাগরিক তুষার সূত্রধরকে সন্দেহ জনকভাবে আটক করে। এ সময় তার দখল হতে ভারতীয় তৈরী রয়েল গ্রীণ হুইসকি ৮ বোতল মদ উদ্ধার করে। অপরদিকে, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার রাত সাড়ে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে ক্যাম্পের এক কর্মকর্তাসহ একদল পুলিশ শাখারীগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আলফাজ উদ্দীন সিজান নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া, সাজিয়ালী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ক্যাম্পে এক কর্মকর্তাসহ একদল পুলিশ সোমবার রাতে চুড়ামনকাটি ইউনিয়নের খামার বাগডাঙ্গা গ্রামের রাশিদুল হাসান ওরফে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ২৬পিস ইয়াবা উদ্ধার করে।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button