নগরীতে গাঁজা এবং ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ঢাকার উত্তর কাফরুলের শামসুদ্দীন সরদারের ছেলে মোঃ আলী হোসেন(৪০) রেনেটা ঔষধ কোম্পানীর পিছনের আড়ংঘাটার রবিউল ইসলামের ছেলে মোঃ রাজু(২০), আড়ংঘাটা দক্ষিণপাড়ার মৃত: মালেক মালির ছেলে মোঃ রমজান মালি(২৯), গিলাতলা দক্ষিণ পাড়ার মৃত: কাউসার শেখের ছেলে সুমন শেখ(৩০), নয়াবাটি লালনের মোড়ের মৃত: লিয়াকত আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন(২৬), পাবলা তিন দোকানের মোড়ের মৃত: ইসরাফিল শেখের ছেলে মোঃ রাব্বি শেখ(২৪)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪১৫ গ্রাম গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা মামলা করা হয়েছে।