ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বার্ষিকীর বিশাল আয়োজন প্রতিবারের ন্যয় দক্ষিণ ডিহীতে
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার, শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসনিম আরা, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ। প্রতিবারের ন্যায় এবারও আগামী ৮, ৯ ও ১০ মে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্র আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।