আড়ংঘাটায় ইউপি চেয়ারম্যানের নকল ওয়ারেশ সনদ ব্যবহার করে সম্পত্তি আতœসাতের চেষ্টা

স্টাফ রিপোর্টারঃ খুলনার আড়ংঘাটায় জালিয়াতিচক্র স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভূয়া স্বাক্ষর সীল প্যাড ও স্মারক নাম্বার ব্যবহার করে সম্পত্তি আতœসাতের চেষ্টা করছে। চক্রটি জালিয়াতি করে ২০ লক্ষাধীক টাকা সম্পত্তি থেকে শরীকদের বঞ্চিত করেছে। এ ঘটনায় বঞ্চিতরা মামলা দায়ের করেছেন। আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান এসএম ফরিদ আক্তার জানান, ১১/০৯/২৩ তারিখে তার স্বাক্ষরিত যে ওয়ারেশকায়েম সনদ দেখানো হয়েছে তা নকল। এখানে তার প্যাড, স্বাক্ষর, সীল ও স্মারক ব্যবহার করা হয়েছে। এর সাথে তার অফিসের কোন মিল নেই। এর সব কিছুই নকল বলে তিনি দাবি করেন। ওই সনদে উল্লেখ করা হয়েছে, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের আড়ংঘাটা গ্রামের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃতঃ মোমেনা খাতুন, স্বামী-মৃতঃ আব্দুল ছামাদ, মৃত্যু অন্তে এক পুত্র মৃতঃ মোঃ শওকত আলম ওয়ারেশ রেখে মৃত্যুবরণ করেন। প্রকৃত পক্ষে শওকত আলমরা পাঁচ ভাই বোন। এ ব্যাপারে ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন রিতা বলেন, নকল ওয়ারেশ কায়েম সনদ ব্যবহার করে চক্রটি তাদের ১৫ শতক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। বিষয়টি জানার পর তিনি দিঘলিয়া ভূমি অফিসে ১৫০ ধারায় মামলা দায়ের করেছেন। যার নং-১৭৫/২৪। এ মামলা দায়েরের পর চক্রটি তার পাবলা বাসায় এসে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। শুধু এই একটি সনদই নয় আরো একাধীক ওয়ারেশ কায়েম সনদ নকল করেছে চক্রটি বলে তিনি দাবি করেন।