স্থানীয় সংবাদ

জমে উঠেছে দেয়ানায় ঈদ ও বৈশাখী মেলা

মেলার শেষ সময়ে প্রতিদিনই সববয়সী মানুষের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ ঐতিহ্যবাহি দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের আয়োজনে গত ১৪ এপ্রিল (রবিবার) বিকালে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, ঈদ ও বৈশাখি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা- ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। ১৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানমালা শেষ হওয়ার কথা রয়েছে আগামী ২৮ এপ্রিল (রবিবার)। ইতোমধ্যেই মেলার শেষ সময়ে আশাপাশের এলাকা হতে আগত সকল বয়সী মানুষের আনাগোনায় মুখরিত হয়েছে গোটা মেলার মাঠ। সন্ধ্যার পর তিল ধারণের ঠাই নাই মেলার মাঠে। মেলার মাঠে নৌকার চরকি, নাগরদোলা, ড্রাগন ট্রেনসহ বিনোদনের জন্য রয়েছে নানা ইভেন্ট। তাছাড়া সমগ্র মেলার মাঠ জুড়ে বাহারী খাবারের দোকান, আচারের দোকান, চুড়ি-ফিতা, কসমেটিক্সসহ ভ্যারাইটিস দোকান দৃশ্যমান। প্রতিদিনই সন্ধ্যার পর দিনের তীব্র গমর শেষে ফুরফুরে বাতাসে একটু শীতল থাকার পাশাপাশি পরিবার-পরিজন, শিশুবাচ্চাদের নিয়ে মেলায় আসঠে শত শত মানুষ। আয়োজক কমিটির সাথে কথা বলে জানা গেছে, এই ঐতিহ্যবাহি আয়োজনকে সার্থকভাবে সম্পন্ন করার জন্য তারা দিন-রাত পরিশ্রম করছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসনের সহযোগীতা ছাড়াও সম্পূর্ন মাঠটি সিসি টিভি ক্যামেরার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শৃঙ্খলার রক্ষার কাজে নিয়োজিত রয়েছে ক্লাবের সদস্যবৃন্দরা, যারা সার্বক্ষনিক মাঠ পর্যবেক্ষণ করে থাকে। যেখানে সেখানে গাড়ি পাকিংয়ের বিপরীতে রাখা হয়েছে সিসি ক্যামারা দ্বারা নিয়ন্ত্রিত গ্যারেজ। এমন আয়োজন করতে পেরে তারা খুশি।
ইঞ্জিনিয়ার পারভেজ বখতিয়ার জানান, তিন মেয়ের স্ত্রী ও বন্ধুদের নিয়ে দেয়ানার বৈশাখি মেলার ঘুরতে এলাম । পরিবেশ যথেষ্টভালো। সবচেয়ে ভালো লেগেছে গোটা মাঠ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মেয়েদের নাগর দোলনায়, ড্রাগন ট্রেনে উঠিয়েছে। বাচ্চারা সারাক্ষন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে ওঠে , তাই ওদের নিয়ে বাইরে ঘুরতে এলাম। মেলায় বেশ ভালো লেগেছে। বেশ বাহারী খাবার সহ বাহারি দোকান বসেছে। চাকুরীজীবি সিদ্দিক জানান, শুনেছি দেয়ানায় নাকি মেলা হচ্ছে। গতকাল খুরতে এলাম। খুবই ভালো পরিবেশ। কোনো ঝামেলা নাই। মেলার পাপড়, বাদাম, মুড়িমাখা খেয়েছি। তাছাড়া হরেক রকম দোকান বসিছে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড এসে। আমি নিজেও নৌকা চরকার উঠেছে। মেলায় আসা চটপটি বিক্রেতা কামরুল জানান, শান্তিপূর্ন ভাবে মেলা চলছে। মেলার আর মাত্র দুদিন বাকি আছে। শেষ সময় প্রতিদিন সন্ধ্যার পর দোকানে বেজায় ভিড় হচ্ছে। কেনা বেচা বেশ ভালো। বিশেষ করে মেলায় কোনো ঝুকি মনে করছিনা কারণ পর্যাপ্ত পুলিশ রয়েছে, পাশাপাশি গোটা মাঠে সিসি ক্যামেরা লাগানো। মেলার প্রধান পৃষ্টপোষক ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রব্বানী টিপু জানান, নগরীর দৌলতপুরস্থ ঐতিহ্যবাহি দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের আয়োজনে ১৪ দিন ব্যাপী ঈদ ও বৈশাখি মেলাটি গত ১৪ এপ্রিল উদ্বোধন করেন খুলনার গণ-মানুষের নেতা, খুলনা- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক এস এম কামাল হোসেন। আমরা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সাথে মেলা পরিচালনা করছি। মেলায় যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা মাঠ সিসি ক্যামেরার নিয়ন্ত্রনে রাখা হয়েছে। এছাড়া দৌলতপুর থানা ওসিসহ গোটা প্রশাসন আমাদের আন্তরিকার সাথে সাহায্য করছে।
ক্লাবের সভাপতি মনজুর আহসান শিপুল জানান, মেলাকে সুষ্টুভাবে শেষ করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। আমার ক্লাবের প্রতিটি সদস্য মেলাকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন। মেলাকে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে চার জন্য মেলার চার পাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেলায় সব বয়সি মানুষের জন্য বিভিন্ন রাউড, রকমারী খাবারের দোকান, খেলার দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। মেলার সময় প্রায় শেষ। আপনারা পরিবার নিয়ে আসুন, আনন্দ উপভোগ করুন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button