যশোরে স্বর্ণের চেইন ছিনতাই ও ভাংচুরের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ তুচ্ছ ঘটনাতে কেন্দ্র কওে প্রতিবেশী সন্ত্রাসীরা শহরের খড়কী বামনপাড়া এলাকার জাহিদ হোসেন খান অনুর বাড়িতে হামলা চালিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে নগদ টাকা স্বর্ণের চেইন লুট ও বাড়ি ঘর ভাংচুর করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, খড়কী বামনপাড়ার জাহিদ হোসেন খান অনুর স্ত্রী শাহানাজ পারভীন সুমি।মামলায় আসামী করেন, প্রতিবেশী মৃত মোয়াজ্জেম হোসেন খানের ছেলে তৌহিদ খান, সহোদর জাকির হোসেন খান তুন, জাকির হোসেন খান তনুর ছেলে তন্ময়সহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় বাদি উল্লেখ করেন,আসামীদের বাড়ি ও বাদির বাড়ি পাশাপাশি। সেই সুবাদে আসামীরা বাদির পূর্ব পরিচিত। আসামীদের সাথে পারিবারিক তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রায় সময় বাদির স্বামী ও দেবর শিমুল ও তার স্ত্রী পপি দের পরিবারের সদস্যদেরকে মারপিট খুন জখম করার হুমকী ও মারপিট করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল সকাল ১১ টার পর বাড়ির বাড়ির উঠানে আসামীরা ধারালো রামদা, চাপাতি,গাছিদা,লোহার রডসহ প্রবেশ কে তৌহিদ খানের হুকুমে জাকির হোসেন খান তনু, তন্ময় বাদির স্বামীকে ঝাপটে ধরে। তৌহিদ খান বাদিও স্বামীকে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে হাড় কাটা জখম করে। বাদি স্বামীকে রক্ষা করতে এলে তাকে মারপিট করে পরনের কাপড় চোপড় ধরে টানা হেচড়া করে ও গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। প্রাণ ভয়ে বাদি ও তার স্বামী অণ্যের ঘরে প্রবেশ করলে আসামীরা বাদির ঘরে ঘুকে ভাংচুর করে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে। শোকেচ এর ড্রয়ারে থাকা নগদ ৫৫,৭৭৫ টাকা তৌহিদ খান সুকৌশলে নেয়। বাদি ও তার স্বামীর ডাক চিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় বাদির স্বামীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।